• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৪:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৪:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

কান উৎসব ২০২৪ এর পর্দা উন্মোচন

১৫ মে ২০২৪ সকাল ১০:৫৩:৫২

কান উৎসব ২০২৪ এর পর্দা উন্মোচন

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরের তীরে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’ ৭৭তম আসরের পর্দা উন্মোচন করা হয়েছে। ১৪ মে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। ১২ দিনব্যাপী তারকাদের এ মিলনমেলা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

তিনবার অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম পুরস্কার। প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলে ঘটা করে এ আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের বিশ্বের বড় বড় তারকারা। লালগালিচায় আলো ছড়ান তারা।

এ বছর ৩টি সম্মানীয় পাম পুরস্কার দেওয়া হবে। অস্কার বিজয়ী মেরিল স্ট্রিপ, চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস এবং প্রশংসিত জাপানি অ্যানিমেশন স্টুডিও ‘স্টুডিও ঘিবলি’কে এই সম্মানের জন্য বেছে নেয়া হয়েছে।

উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ এক বিবৃতিতে বলেছেন, ‘প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক মাস্টারপিস সিনেমা উপহার দিয়েছেন মেরিল স্ট্রিপ। এবারের আসরে তাকে পেয়ে আমরা আনন্দিত।

দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি। এটি নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া।

এ ছাড়া ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির সিনেমা ‘সন্তোষ’ উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমা দুটির পরিচালক দুজন নারী। এর আগে ভারত থেকে একসঙ্গে শুধু নারী পরিচালকের মনোনয়নের খবর শোনা যায়নি। এবারের উৎসবে জায়গা করে নিয়েছে চীনের চলচ্চিত্রও। মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্মাতা ঝাঁ জং কে পরিচালিত ‘কট বাই টাইড’।

সারা বিশ্ব থেকে আমন্ত্রিত অতিথির তালিকায় থাকছেন কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা।

উল্লেখ্য, এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হবেন সিনেপ্রেমীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ