• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৪২:৪৮ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৪২:৪৮ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

৩০ মে ২০২৪ বিকাল ০৩:১৪:০১

কুমিল্লায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি: আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে কুমিল্লায় মানববন্ধন এবং বিক্ষোভ করেছে কয়েকটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিয়ে ২ মাস পরীক্ষা পেছানোর দাবি জানান।

৩০ মে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মু. আসাদুজ্জানের নিকট স্মারক লিপি জমা দেয়।

পরে, দুপুর ১টায় শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে সাড়িবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি নগরের কান্দিরপাড় পূবালী চত্বর হয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে প্রদক্ষিণ করে আবারো কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে ফিরে আসে। মানববন্ধন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একই সিলেবাসের প্রস্তুতি নিয়ে ১৭ মাস পর পরীক্ষা দিয়েছে। তাহলে আমরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন ১৫ মাস পর দিবো। আমাদের দাবি এসএসসি পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

তারা আরও বলেন, ঘূর্ণিঝড়, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে আমাদের শ্রেণি কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। আমরা আমাদের সিলেবাসটুকু ঠিকভাবে শেষ করতে পারেনি। আমরা চাই পরীক্ষা আরও দুইমাস পিছিয়ে নেওয়া হোক।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মু. আসাদুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের স্মারক লিপিটি গ্রহণ করেছি। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো। এটা জাতীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী বাস্তবায়ন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০১

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৫

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৯



তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫১:১৭