নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, আন্দোলনের সময় হত্যাযজ্ঞে যারা সক্রিয় ছিল, সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে।
২২ মার্চ শনিবার সকালে তিনি এ কথা বলেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ সময় সারজিস আলম বলেন, যারা ঝটিকা মিছিল করছে, তারা কেউ নিরপরাধ নয়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সক্রিয় হতে হবে। কেউ যেন আওয়ামী লীগের পক্ষে সুপারিশ না করে।
জাতীয় নাগরিক পার্টির এই কেন্দ্রীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি সাধ্যমত এগিয়ে আসে তাহলেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করা সম্ভব।
শুক্রবার (২১ মার্চ) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেন সারজিস।
তিনি বলেন, হাসিনা সরকারের প্রতিমন্ত্রী আরাফাতসহ কয়েকজন মন্ত্রীর প্রত্যক্ষ প্ররোচনায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধেও তার প্ররোচনা ছিল। কিন্তু এখনও তাদের গ্রেফতার করতে না পারাটা অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available