• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৭:২৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৭:২৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহার!

২৫ জুলাই ২০২৪ দুপুর ০২:০১:২৪

নবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহার!

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে নিম্নমানের মালামাল দিয়ে সড়কের কার্পেটিংয়ের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার শোল্লা ইউনিয়নের মাতাবপুর রাজা ডাক্তারের বাড়ির মোড় থেকে আওনা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন এই সড়কের কাজ শুরু হয়েছে। কাজটি পেয়েছে এ.আর ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান৷ তবে ৮০০ মিটার সড়কের কার্পেটিং কাজটি মূল ঠিকাদারের কাছ থেকে নিয়ে কাজটি করছেন মঙ্গল নামের সাব ঠিকাদার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাতাবপুর রাজা ডাক্তার বাড়ির মোড় থেকে ২০০ মিটার পর সড়কের কাজের জন্য ইট রাখা হয়েছে। এসব ইট একেবারেই নিম্নমানের, যা নির্মাণ কাজে ব্যবহার উপযোগী নয়৷

এভাবে প্রকাশ্যে ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম করলেও এ যেন দেখার কেউ নেই৷ তবে গণমাধ্যমকর্মী সরেজমিনে সড়কে ব্যবহৃত মালামাল দেখতে গেলে তারপর নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের নজরে আসে৷ অথচ গণমাধ্যমকর্মী সরেজমিনে যাওয়ার আগে থেকে নিম্নমানের ইট দিয়ে কাজ চালিয়ে গেলেও দেখেনি কেউ৷ এছাড়া চলতি সপ্তাহে কারফিউ জারি থাকা অবস্থায় সড়কে কাজ করতে দেখা গেছে ঠিকাদারের শ্রমিকদের৷

যদিও দীর্ঘদিন পর এই সড়কের কাজ শুরু হয়৷ এতে নতুন করে এলাকার উন্নয়নের আলো দেখতে শুরু করে এলাকাবাসী। কিন্তু কাজের শুরুতেই নিম্নমানের ইট ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এলাকাবাসী এসব ইট পরিবর্তন করে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলজিইডি’র উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট।

সাব ঠিকাদার মঙ্গল মুঠোফোনে এশিয়ান টিভি অনলাইনকে বলেন, কাজটি আমি অন্য ঠিকাদারের কাজ থেকে সাব হিসেবে নিয়েছি৷ এসব নিম্নমানের ইট কাজের জন্য সড়কে ফেলার পর জানতে পেরে আমি মূল ঠিকাদারকে জানিয়েছি এবং বলেছি এসব ইট দিয়ে কাজ করা যাবে না৷

এ বিষয়ে মুঠোফোনে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এই সড়কে যদি নিম্নমানের ইট ব্যবহার করা হয়ে থাকে, তাহলে পরিবর্তন করা হবে৷

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, নিম্নমানের ইট দিয়ে সড়কের কার্পেটিং করার কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ