• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৪৩:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৪৩:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

দেশেই বিশ্বমানের এলজি টিভি তৈরি করবে র‍্যানকন ইলেকট্রনিক্স

৬ জুলাই ২০২৪ সকাল ১০:৫৭:৫৮

দেশেই বিশ্বমানের এলজি টিভি তৈরি করবে র‍্যানকন ইলেকট্রনিক্স

নিজস্ব প্রতিবেদক: এবার দেশে টেলিভিশন শিল্পে যোগ হলো আরও একটি নতুন অধ্যায়। টেলিভিশন উৎপাদনে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে ফ্যাক্টরি উদ্বোধন করলো এলজি ইলেক্ট্রনিক্স। এখন থেকে এলজি ব্রান্ডের সকল লেটেস্ট মডেলের স্মার্ট টেলিভিশন উৎপাদন হবে গাজীপুরে সাত লক্ষ স্কয়ার ফিট জায়গা জুড়ে প্রতিষ্ঠত র‍্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে।

টেলিভিশন উৎপাদনে এরই মধ্যে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড তাদের সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিষ্ঠানটির রয়েছে অত্যাধুনিক টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট। দেশে স্মার্ট টেলিভিশনের বাজারও বড় হচ্ছে। গত ১১ বছর ধরে ওলেড টেলিভিশনের ক্ষেত্রে এলজি সারা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি কোম্পানির বিভিন্ন আকারের এবং মডেলের টেলিভশন বাজারজাত করবে র‍্যানকন ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটি দেশের বাজারে বছরে প্রায় এক লক্ষ গ্রাহক চাহিদা মেটাতে সক্ষম হবে।

ফ্যাক্টরি উদ্বোধন অনুষ্ঠানে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ এমডি রোমো রউফ চৌধুরী, এমডি ফারহানা করিম, বিভাগীয় পরিচালক ইমরান জামান এবং নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান। এলজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক সিইও জা সেউং কিম, সিঙ্গাপুর এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সুংহো চুন এবং বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পিটার কো।

অনুষ্ঠানে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, “আমরা সাশ্রয়ী মূল্যে এবং দেশব্যাপী সেবার মাধ্যমে এলজি ব্র্যান্ডকে বাংলাদেশের জনগণের মাঝে পৌঁছে দিতে চাই।’

এলজি ইলেকট্রনিক্স এর আঞ্চলিক সিইও জা সেউং কিম বলেন, “বাংলাদেশ মার্কেট আমাদের জন্য অনেক গুরুতপূর্ণ এবং প্রতিটি ঘরে বিশ্বসেরা প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন পূজা চেরি
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৭:৪০

টস হেরে বোলিংয়ে অস্ট্রেলিয়া
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০১:৫৭

ফেসবুকে দোয়া চাওয়া নিয়ে যা বলে ইসলাম
২২ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫২:৫৩



আজ ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস
২২ নভেম্বর ২০২৪ সকাল ১০:১৮:০৯