রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: নির্বাচন পরবর্তী প্রতিশোধমূলক হামলা ও নির্যাতন বন্ধ করে সদর উপজেলায় অবাধ যাতায়াতের সুযোগ চেয়ে মানববন্ধন করেছে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোহনগঞ্জ ইউনিয়নবাসী।
১২ জুন বুধবার সকাল ১১টার দিকে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে শতশত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জিহাদি, আওয়ামী লীগের নেতা হারুন-অর-রশীদ, ইউপি সদস্য শাহ আলমসহ স্থানীয় বাসিন্দারা।
উপস্থিত বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মোহনগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আরিফুল কবির তালুকদার রানা প্রার্থী হন। মোহনগঞ্জবাসী তার সমর্থনে নির্বাচনে কাজ করে। কিন্তু তিনি পরাজিত হওয়ায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শফিউল আলমের কর্মী সমর্থকরা মোহনগঞ্জবাসীকে উপজেলা সদরে প্রবেশে বাধা দিচ্ছে। প্রাণনাশের হুমকিসহ নানাভাবে হয়রানি করছে।
বক্তারা আরও বলেন, সোমবার ১০ জুন সকালে ৪নং ওয়ার্ড সদস্য শাহ আলম রাজিবপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে গেলে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের কয়েকজন অনুসারী শাহ আলমকে ধাওয়া করে। তিনি কোনও রকমে পালিয়ে নিজেকে রক্ষা করেন। মূলত নির্বাচনে প্রতিপক্ষের হয়ে কাজ করায় ওই ইউপি সদস্যকে ধাওয়া করা হয়।
বক্তারা এ সকল প্রতিহিংসামূলক আক্রমণাত্নক মনোভাব থেকে সরে এসে উপজেলা সদরে সর্বসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available