নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ সেপ্টেম্বর শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর আজ রোববার তা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর রোববার সকাল ৬টা থেকে খোলে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুয়ার। এর মাধ্যমে মাত্র ১০ মিনিটে কাওলা থেকে ফার্মগেটের দূরত্ব পার করছে সাধারণ মানুষ। এত কম সময়ে এই দূরত্ব পার করতে পেরে উচ্ছ্বসিত তারা।
এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর সংলগ্ন কাওলা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও প্রকল্প সংশ্লিষ্টরা।
এরপর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে কাওলা থেকে ফার্মগেটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টার দিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামে সরকার প্রধানের গাড়ি। এর আগে, বাংলাদেশের আরেক মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতুরও প্রথম যাত্রী ছিলেন শেখ হাসিনা।
অর্থায়ন, নকশা ও ভূমি অধিগ্রহণ জটিলতায় ৫ দফা পিছিয়ে ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম। এখনও পুরোপুরি কাজ শেষ না হলেও রাজধানীর যানজট আপাতত কমাতে প্রকল্পের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেয়া হলো।
এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। উঠা-নামার র্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে যানবাহনকে ৪টি শ্রেণিতে ভাগ করে টোল হার নির্ধারণ করা হয়েছে। প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাসসহ হালকা গাড়ির জন্য টোল ৮০ টাকা। মাঝারি ট্রাক ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। দুর্ঘটনা রোধে ছোট ও কম গতির যানবাহন চলাচল করবে না।
সরকারের সাথে চুক্তি অনুযায়ী, ২৫ বছরের চুক্তির মধ্যে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available