• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৫৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৫৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্রিকেট

এশিয়া কাপ ফাইনালে আম্পায়ার হলেন বাংলাদেশি জেসি

২৮ জুলাই ২০২৪ দুপুর ১২:৫৭:০৭

এশিয়া কাপ ফাইনালে আম্পায়ার হলেন বাংলাদেশি জেসি

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত ও শ্রীলঙ্কা। আর এই ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মেয়ে সাথিরা জাকির জেসি।

আজ সাড়ে ৩টায় ডাম্বুলায় এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনাল পরিচালনার জন্য যে তিন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে তার একজন জেসি।

খেলার মাঠের দুই আম্পায়ারের মধ্যে একজন হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এবারের আসরে এর আগে তিন ম্যাচে মাঠের আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি।

ফাইনালের দায়িত্ব পাওয়ার বিষয়টি গণমাদ্যমকে নিশ্চিত করেছেন জেসি নিজেই। তিনি জানান কেবল নিরপেক্ষ হিসেবে নয়, সেরা পারফরম্যান্সের ভিত্তিতে তাকে বেছে নেওয়া হয়েছে, ‘তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে ফাইনালের জন্য।

তারা পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং করেছে, যেখানে সেরা তিনজনের মধ্যে আমি আছি। সেমিফাইনালে বাংলাদেশকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা পোক্ত করে স্বাগতিক শ্রীলঙ্কা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ
১৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫২:৩৯



লালমনিরহাটে পেট্টোল পাম্প থেকে বাস চুরি
১৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:১৪:৫৩