কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মডেল ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. সালাহউদ্দিন আইয়ূবী। তিনি গত ২৭ জুলাই এই পদে যোগদান করেন।
মো. সালাহউদ্দিন আইয়ূবী ৩৭ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডার এ প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এ কর্মকর্তার পৈতৃক বাড়ি বরিশালের বাবুগঞ্জ। তার বাবা মো. আব্দুল হাকিম হাওলাদার বিসিকের সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে ২০০৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০০৯ সালে বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, কেরানীগঞ্জবাসীর জন্য হয়রানিমুক্ত ও উন্নত ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করে যাবো। এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, সর্বস্তরের ভূমিসেবা প্রার্থীদের সেবা দিতে আমি সব সময় প্রস্তুত আছি। সেবাপ্রার্থীরা যেকোন সমস্যা নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তাদের জন্য আমার অফিস সব সময় উন্মুক্ত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available