• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৮:৩৯:৪৬ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৮:৩৯:৪৬ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

দুবাইয়ে প্রদর্শিত হচ্ছে বিশ্বের অন্যতম এয়ারশো

১৭ নভেম্বর ২০২৩ দুপুর ১২:২৯:০০

দুবাইয়ে প্রদর্শিত হচ্ছে বিশ্বের অন্যতম এয়ারশো

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাঁকজমকপূর্ণভাবে চলছে পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক দুবাই এয়ারশো। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ শুক্রবার। বড় এই প্রদর্শনীর ১৮তম আসর এটি।

দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের সুবিশাল চত্বরে বসেছে সব ধরনের সামরিক ও বেসামরিক আকাশযানের অন্যতম বড় ও জাঁকজমকপূর্ণ এই প্রদর্শনী। সর্বশেষ প্রযুক্তি এবং সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নান্দনিক নকশার বিমান, হেলিকপ্টার, ড্রোন, আকাশট্যাক্সি, উড়ুক্কু স্কুটারের এমন সমাবেশে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের নগর দুবাই এখন বিশ্ব এভিয়েশনের প্রাণকেন্দ্র।

উপভোগ্য এয়ার ডিসপ্লে বা নানাবিধ আকাশযানের মনোজ্ঞ মহড়া, চিত্তাকর্ষক অ্যারোবেটিক জনসাধারণের জন্যও উন্মুক্ত। তবে ১৬ বছরের নিচে কারও এখানে প্রবেশের সুযোগ নেই।

উদ্যোক্তারা জানিয়েছেন, পৃথিবীর ৯৫টি দেশ থেকে বিমানশিল্পের সঙ্গে জড়িত ১ হাজার ৪০০টির বেশি প্রতিষ্ঠান অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা তাদের পণ্যসম্ভার প্রদর্শনের জন্য হাজির হয়েছে জৌলুশের নগর দুবাইয়ে। উপস্থিত রয়েছে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ৩৯০টি প্রতিনিধিদল। রয়েছে প্রায় ২০০ আকাশ ও মহাকাশযান। অংশ নিয়েছে মোট ৯টি বিমান নির্মাতা প্রতিষ্ঠান। ৮০টির বেশি স্টার্টআপের উজ্জ্বল উপস্থিতি এয়ার শোর আরেকটি আকর্ষণ। আছেন ৩০০ বিশেষজ্ঞ বক্তা, যাঁদের ঝুলিতে আছে বিস্ময়কর প্রযুক্তি আর উদ্ভাবনের চমকপ্রদ গল্প।

দুবাইয়ে প্রথম এয়ার শো শুরু হয়েছিল ১৯৮৯ সালে। দুই বছর পর পর টারসাস অ্যারোস্পেস এমন জমজমাট এয়ার শোর আয়োজন করে থাকে। আয়োজকরা জানিয়েছেন, এ বছর দর্শনার্থীর সংখ্যা লাখের ঘর ছাড়িয়ে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৬


শাহরাস্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৪৬