• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলবে জরাজীর্ণ ৪০০ বছরের ঐতিহাসিক গম্বুজ মসজিদ

৫ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৯:৪৭

মতলবে জরাজীর্ণ ৪০০ বছরের ঐতিহাসিক গম্বুজ মসজিদ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ ইতিহাসের পরিণতি মেলবন্ধনের মায়ায় কিংবদন্তিতে রূপ নেয় ঐতিহ্যবাহী স্থানগুলো। তেমনি ইতিহাস আর ঐতিহ্য ভরা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মোগল আমলের সামন্ত সভ্যতার অনুপম নিদর্শন ইসলাম গাঁথি এক গম্বুজ মসজিদ।

৪০০ বছর আগের এই ঐতিহাসিক নিদর্শনটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মতলব উত্তর উপজেলার এই সংস্কৃতি ও ঐতিহ্যের আশ্রয়স্থলটি প্রাচীন বিস্ময়ে পরিপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ সবাইকে আকর্ষণ করে তোলে।

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া গ্রামে অবস্থিত এক গম্বুজ মসজিদ। এই মসজিদটি রূপ সরকার প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত করেন।

স্থানীয় জনগণের ভাষ্যমতে যখন মসজিদটি রূপ সরকার প্রতিষ্ঠিত করেন তখন মতলব উত্তর ছিল চরাঞ্চল, তেমন ছিল না কোন বসতি। পুরো ছোট হলদিয়া গ্রামে পাঁচ বা সাতটি পরিবার বসবাস করতো। সে সময়ে নামাজ আদায়ের জন্য রূপ সরকার প্রতিষ্ঠিত করেন মসজিদটি।

প্রায় ৪০০ বছর আগের প্রাচীন এই স্থাপনাটি এখন বিলুপ্তির পথে। সব মিলিয়ে ছোট হলদিয়া গ্রামে বর্তমানে ১২টি মসজিদ থাকার কারণে এখন আর কেউ নামাজ আদায় করে না প্রাচীন এই মসজিদে। মসজিদে এখনও আসেনি রক্ষণাবেক্ষণের জন্য কোনো প্রকার অনুদান। দুঃখের বিষয় হলো ভাঙনের মুখে বিলীন হতে বসেছে মতলবের এই প্রাচীন ইতিহাস। মসজিদের পূর্ব পাশে রয়েছে বড় একটি পুকুর। যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মতলব, চাঁদপুর বা বৃহত্তর কুমিল্লা সৃষ্টি হওয়ার আগে কালের সাক্ষী ৪০০ বছরের পুরোনো এই এক গম্বুজ মসজিদটি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের জন্য কেউ থাকলে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো. সানাউল্লাহ সরকার বলেন, আমার দাদা, বাবা এবং পূর্ব পুরুষরা এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষণাবেক্ষণ করেছেন। আমরাও করছি। তবে সাধ্য কম থাকায় ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি সহায়তা পাই তাহলে এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষণাবেক্ষণে সুবিধা হতো।

ইউপি সদস্য মো. আব্দুল হালিম সরকার বলেন, এই মসজিদটি আমাদের পূর্ব পুরুষদের দেওয়া। ১৭ শতাংশ জায়গা আছে মসজিদের নামে। এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের সহায়তা চাই।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, আমি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ খবর নিব। যদি এরূপ কোনো ঐতিহ্যবাহী স্থাপনা হয় তাহলে আমরা সাধ্য মত দেখব এবং প্রত্নতত্ত্ব বিভাগকে যদি অবগত করা লাগে সেটাও করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩