• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৬:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৬:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঢেলে সাজানো হচ্ছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, একযোগে ৩২ ওসি বদলি

১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:০৮

ঢেলে সাজানো হচ্ছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, একযোগে ৩২ ওসি বদলি

হুমায়ুন আহমেদ, ময়মনসিংহ: বাংলাদেশ পুলিশকে সেবামুখী করতে ও ময়মনসিংহ রেঞ্জ ঢেলে সাজাতে একযোগে কাজ শুরু করেছেন নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান। ইতোমধ্যে এই লক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে।

১৮ সেপ্টেম্বর বুধবার বিকালে অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়। আদেশ হওয়া এই ৩২ পুলিশ কর্মকর্তাকে নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি, পুলিশ ট্রেনিং সেন্টার, হাইওয়ে পুলিশ ও পিবিআইয়ের বিভিন্ন দফতরে বদলি করা হয়।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিআইজি মো. আশরাফুর রহমান বলেন, পুলিশকে জনবান্ধব সেবামুখী করতে বদলি হওয়া কর্মকর্তাদের স্থলে আগামী সপ্তাহে অন্যদের পদায়ন দেওয়া হবে। সেই সঙ্গে উপপরিদর্শকদেরকেও (এসআই) সংশ্লিষ্ট পুলিশ সুপারদের অভ্যন্তরীণ আদেশে কর্মস্থল পরিবর্তন করে সেবাপ্রার্থীদের সাথে থানা-পুলিশের হৃদ্ধ্যতাপূর্ন সেতুবন্ধন তৈরি করার চেষ্টা চলছে।

একাধিক সূত্র জানায়, বদলি হওয়া এই পুলিশ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩