• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেগমগঞ্জে প্রবাসীদের সহযোগিতায় মাসব্যাপী কোরআন প্রতিযোগিতা

১০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০৫:৫৫

বেগমগঞ্জে প্রবাসীদের সহযোগিতায় মাসব্যাপী কোরআন প্রতিযোগিতা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন শিখা সংসদের আয়োজনে মাসব্যাপী কোরআন ক্বেরাত প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠিত  হয়েছে ।  অনুষ্ঠানে ১৪৮ জন প্রতিযোগী অনলাইন প্লাটফর্মে নিজেদের তেলওয়াত প্রদানের মাধ্যমে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

৯ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার ছয়ানীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ১৪৮ জন প্রতিযোগীর মধ্য থেকে প্রথম ধাপে দুই বিভাগ থেকে ১২ জন করে ২৪ জনকে বাঁছাই করা হয়। পরে এ ২৪ জনের মধ্যে অনলাইন ভোটিং এ দুই বিভাগ থেকে ৩ জন করে ৬ জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নির্ধারণ করেন বিচারক মণ্ডলি। পুরস্কার হিসেবে প্রতি বিজয়ীকে ২০ হাজার টাকার প্রাইজমানিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন তাদের হাতে।

৩ দিনব্যাপী ৪৩তম ইছালে ছাওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে সংগঠন ‘শিখা সংসদ’। এতে প্রতিযোগীদের পারফরমেন্স শো-আপসহ মাহফিলের প্রধান মেহমানদের হাত থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।

শিখা সংসদের IT  টিমের মাধ্যমে এই প্রতিযোগিতা পরিচালনা করা হয়। এই  IT Expert টিমের সার্বিক দিক নির্দেশনায় অনলাইনের সকল বিষয় ও অন্যান্য দিক অত্যন্ত যোগ্যতার সাথে পরিচালনা করা হয়েছে।

দশে ও বিদেশের সদস্যরা এই IT পরিচালনা টিমে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। আইটি টিমের সদস্যরা হলেন- সৌদি আরব থেকে নাজমুল ইসলাম  ফয়সাল, বার্লিন জার্মানি থেকে ইমাম হোসেন শান্ত, নোয়াখালী থেকে আমির হামজা নাজিম, ঢাকা থেকে তারেক আজিজ, ওমান থেকে রবিন রিহান, নোয়াখালী থেকে মো. শিমুল ও চট্টগ্রাম থেকে শাহরুখ খান। তারা সবাই শিখা সংসদ এর IT Expert কমিটির সদস্য।

এই IT Expert টিম এই প্রতিযোগিতার আশার চেয়েও বেশি সাড়া পেয়ে উল্লাসীত। তারা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যদের সমাজের মধ্যে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান।

শিখা সংসদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান  শাহাদাত হোসেন রশিদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং IT টিমের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এই ধরণের প্রোগ্রাম চলমান রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩