চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের মধ্যেকার একটি ড্রেন থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। ৮ ডিসেম্বর রোববার সকাল ৯টার দিকে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি ড্রেন থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
ওসি মো. রইস উদ্দীন জানান, শনিবার সকালে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি পানি নামার ড্রেন পরিষ্কার করতে গিয়ে ককটেল দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলো উদ্ধার করে। তবে উদ্ধার ককটেলগুলো পরিত্যক্ত বলে দাবি ওসি রইস উদ্দীনের। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন জানান, এ বিষয়ে আমার জানা নেই। সকাল থেকেই বাইরে থাকায় এমন কোন তথ্য জানা নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available