• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাণীনগরে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগের ২ জন আহত

৩ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:৪১

রাণীনগরে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগের ২ জন আহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরর রেলগেট-ঝিনা আঞ্চলিক সড়কের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকর্মী। আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল সরদার ও যুবলীগের সদস্য জুয়েল রানা।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিয়ে রাণীনগর থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সেলিম রেজা বলেন, রাতে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ওই মুুহূর্তে তাদেরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরিত ককটেলের শব্দে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন জয়নাল ও জুয়েল। ওই মুহূর্তে তারা দুজনেই আহত হন। এদের মধ্যে জয়নালের শরীরে ককটেল বিস্ফোরণের আঘাতের চিহ্ন রয়েছে।

সেলিম রেজা আরও বলেন, সংবাদটি পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে ককটেল বিস্ফোরণের বেশ কিছু সরঞ্জামাদি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ৩টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিলো। এদের মধ্যে জুয়েলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে জয়নালের অবস্থা গুরুত্বর হওয়ায় সে এখনও চিকিৎসাধীন রয়েছে। 

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু বলেন, বড়গাছা থেকে দাওয়াত খেয়ে আমাদের ৬ নেতাকর্মী ৩টি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালিয়েছে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। ওই মুুহূর্তে মোটরসাইকেল ভাঙচুরসহ নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে আমাদের ২ জন নেতাকর্মী আহত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাণীনগরেও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বিএনপি। তাদের এই অপচেষ্টার সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ। শীঘ্রই এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ