• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৯:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৯:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে চিহ্নিত ১২ ডাকাত আটক

২৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫৮:৩৭

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে চিহ্নিত ১২ ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের থেকে অর্থ-কড়ি, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের প্রস্তুতিকালে চিহ্নিত ১২ জন ডাকাতকে আটক করেছে র‍্যাব।

২৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে  সৈকতের হোটেল সীগালস্স ঝাউবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সর্বমোট ২টি ধারালো কিরিচ, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার পাত, ৫টি টিপ চাকু, ২টি টর্চ লাইট, ৪টি লুণ্ঠিত হাতঘড়ি, একটি ইয়ামাহা বাইক, ৪টি এন্ড্রয়েট ও ২টি বাটন ফোন, ৬টি সিম কার্ড এবং নগদ ১ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, এই চক্রটি কক্সবাজারে আগত পর্যটকদের থেকে সুযোগ বুঝে ছিনতাই ও ডাকাতি করে। এবারও  পর্যটকদের কাছ থেকে অর্থ-কড়ি, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই - ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এমন গোপন সংবাদ পায় র‌্যাব। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করে তাদের আটক করা হয়।

আটকদের বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, চক্রটি দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে এসে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ ছুরিকাঘাতের মাধ্যমে পর্যটকদের কাছ থেকে টাকা পয়সা ও বিভিন্ন মালামাল ছিনতাই ও ডাকাতি করে।  

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক, বীচের কিছু ব্যবসায়ী এসব  ছিনতাইকারী ও ডাকাতদের সেল্টার দেয় এবং পোষে বলে অভিযোগ অনেকের।

আটকরা হলেন, জেলার সদর থানার ঘোনার পাড়া গ্রামের মৃত নুর আলীর ছেলে মো. আলী আকবর প্রকাশ আলী (২২)। জেলার সদর থানার দরিয়ানগর গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সোহেল (২০)। জেলার সদর থানার ঝিলংজা ইউনিয়নের মো. সালামের পুত্র মো. সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল (১৯)। সদর থানার বাজারঘাটা গ্রামের মো. রমিজ আহম্মদর পুত্র মো.  আব্দুল ওয়াহিদ (২২)।

এছাড়া, টেকপাড়া গ্রামের মো. খুরশেদ আলম প্রকাশ খুরশেদ (২২), দক্ষিণ রুমালিয়ারছড়া গ্রামের মো. ইবনে হাসান জুয়েল (২৮), বৈদ্ধ্যঘোনা, মন্নাপাড়া গ্রামের মো. জুয়েল (২০) লিংকরোড সাধরপাড়ার মো. রাকীব মোল্লা (২০), আদশ গ্রামের মো. জোবায়ের ইসলাম সোহাদ (১৭), কলাতলী আদর্শ গ্রামের মো. তুষার (১৬), নতুন মুরাপাড়া গ্রামের মো. সফি প্রকাশ সাহেদ (২২) এবং মাইজপাড়া, ৫নং ওয়ার্ডের মো. জুয়েল (২১)।

আটক ডাকাত দলের সদস্যদের প্রত্যেকেই কক্সবাজার জেলার সদর থানার বলে নিশ্চিত করেছে র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩