জয়পুরহাট প্রতিনিধি: বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করে চলছে দেশের বিভিন্ন জেলার শিল্পীরা। মানুষ মানুষের জন্য বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে কনসার্ট ফর রিহ্যাবিলিটেশন অনুষ্ঠিত হয়েছে। এসব কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে।
৩০ আগস্ট শুক্রবার শহরের আবুল কাশেম ময়দানে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এই উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে জেলার বিভিন্ন এলাকার শিল্পীসহ যে কোনো শ্রোতা ও দর্শক মঞ্চে এসে গান গেয়ে তাদের সাধ্যমতো নির্ধারিত সাহায্যের বক্সে বন্যার্তদের ত্রাণের জন্য অর্থ সহায়তা করেছেন।
জয়পুরহাটের বেসরকারি সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় প্রাঙ্গণ জয়পুরহাটের আয়োজনে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি, জয়পুরহাট পৌরসভাসহ জেলার সকল শিল্পীদের সহযোগিতায় দেশের বানভাসিদের ত্রাণ সহযোগিতার অর্থ সংগ্রহের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রিয় প্রাঙ্গণ সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেবী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পানিবন্দি বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ চলছে। ছোট্ট পরিসর থেকে আমরা চেষ্টা করছি। শুক্রবার কনসার্ট চলাকালে ১ লাখ ৩২ হাজার ৩৫৭ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়াও আরও কিছু তহবিল সংগ্রহ করা হচ্ছে সবগুলো মিলিয়ে দেশের বানভাসি বন্যাতেদের জন্য অর্থ বা ত্রাণ সহযোগিতা পাঠানো হবে।
প্রিয় প্রাঙ্গণ সংগঠনের সভাপতি রবিন আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য সেজন্য আমরা কণ্ঠশিল্পী হিসেবে এগিয়ে এসেছি। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছি আমরা। যেখানে জেলার শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছে। আমরা সব সময় বন্যার্তদের পাশে আছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available