• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:২৫:০৩ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:২৫:০৩ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া কন্যার নাম বন্যা

২৯ আগস্ট ২০২৪ দুপুর ১২:০৮:৪২

আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া কন্যার নাম বন্যা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগের আশ্রয় কেন্দ্রে মমতাজ বেগম নামের এক গৃহবধূর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর বন্যায় বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে থেকে জন্ম নেওয়া নবজাতক কন্যার নাম রাখা হয়েছে বন্যা।

২৭ আগস্ট বুধবার দিবাগত ভোর  রাতে উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ওই ঘটনাটি ঘটে । গৃহবধূ মমতাজ বেগম উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের সাত বাড়িয়া জাকেরের নতুন বাড়ির রবিন হোসেনের স্ত্রী।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ১৫ দিনের অব্যাহত ভারি বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের ফলে সৃষ্ট বন্যার কারণে বাড়িঘর ডুবে যায়। এতে সন্তান সম্ভবা মমতাজ বেগম কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র ওঠে। এরপর বুধবার ভোরে তার প্রসব বেদনা ওঠলে আশ্রয় কেন্দ্রেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

খবর পেয়ে বুধবার দুপুরে কাদরা ইউনিয়ন জামাতের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের পরিবারের হাতে পোশাক, কম্বল, মশারি, মিষ্টিসহ উপহার তুলে দেন। স্থানীয় ও পারিবারিক তৎপরতায় মা এবং শিশু কন্যা সুস্থ রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী শহর জামায়াতের নেতা মাওলানা দ্বীন মোহাম্মদ, কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামি সেক্রেটারি আবু শাকের মিয়াজী, স্থানীয় শফিকুল আলম শিপন, প্রবাসী তোফাজ্জল হোসেন রিয়াদসহ স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪