• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০৮:৩৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০৮:৩৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ছাত্র নির্যাতন-হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ

১৮ জুলাই ২০২৪ দুপুর ০১:৫২:৪১

ছাত্র নির্যাতন-হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ

বাকৃবি প্রতিনিধি: সারাদেশে ছাত্র নির্যাতন এবং হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিবেকবান সাধারণ শিক্ষকরা মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেছে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষকগণ ওই মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কৃষি অনুষদের করিডোর থেকে ওই মৌন মিছিল শুরু হয়ে ‘বিজয় একাত্তর’ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

এসময় শিক্ষকরা বলেন, ছাত্ররা আমাদের আন্দোলনে সহযোগিতা করেছিল। কিন্তু আমরা তাদের সহযোগিতা করতে পারি নি। এজন্য আমরা দুঃখিত। আমরা সাধারণ শিক্ষকরা ক্লাস শুরু হওয়ার পরে যাতে আবার শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে পারি, তার জন্য আজকে আমরা এই রোদের মধ্যে এসে দাঁড়িয়েছি । সবাই শিরদাঁড়া সোজা করেন। বুলেট চলবেই, তার মধ্যে লড়াই থাকবেই। মনে রাখবেন ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা আজ বেঁচে আছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫