টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) গণিত বিভাগের বিভাগীয় সহযোগী সংগঠন ম্যাথ ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৭ অক্টোবর রোববার ক্লাবের সভাপতি ও বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. পিনাকী দে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করেন।
নতুন কমিটিতে আরও যারা আছেন, সহ-সভাপতি (ভিপি): মাসুদ রানা নাঈম, সাধারণ সম্পাদক (জিএস): জামিরুল আলম মিয়াজী, ট্রেজারার: ওয়াহিদুজ্জামান সৌরভ, ইভেন্ট ম্যানেজমেন্ট অবজার্ভার: অয়ন চন্দ, ক্রীড়া সম্পাদক: মো. ইব্রাহীম খলিল, প্রচার সম্পাদক: আসিফ ইকবাল খান মাইন, কার্যনির্বাহী সদস্য: শামিম রেজা, মরিয়ম আক্তার নিশু, মো. আলামিন হোসেন, শাহরিয়ার আহমেদ শান্ত, জান্নাতুল ফেরদৌস অনু, মো. তানজির রহমান হৃদয়, ইরাত আহমেদ শুভ, মাছুমা আক্তার তারিফা।
ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন মো. জোনায়েদ হোসেন মোল্লা, আন্তাজুল ইসলাম সুমন, ইশরাত জাহান, মো. মোজাম্মেল হক ও আদহাম অভি।
নতুন সহ-সভাপতি মাসুদ রানা নাঈম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই ম্যাথ ক্লাব বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছে। বিদায়ী কমিটির সদস্যরা খুবই দায়িত্বশীলতার সাথে কাজ করেছে। এজন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আমরাও যাতে ভালোভাবে ডিপার্টমেন্ট এবং সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’
নতুন সাধারণ সম্পাদক জামিরুল আলম মিয়াজী বলেন, ‘এই দায়িত্ব আমাদের নতুন কমিটির জন্য একটি বিশেষ সুযোগ এবং চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি, আমাদের নতুন কমিটি ক্লাবের সদস্যদের সৃজনশীল চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা এবং গবেষণার প্রতি আগ্রহকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখতে পারবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available