স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা।
এর আগে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলার আওতাধীন বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইলো। অতিসত্বর নতুন কমিটি ঘোষণা করা হইবে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা জানান, মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিস্ক্রিয়তার কারনে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ফরিদপুরের সুধী সমাজের দাবি, ফরিদপুরে দীর্ঘ দিন ধরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দোলের কারণে ৯টি উপজেলায় সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। তার মধ্যে ফরিদপুর সদর উপজেলা অন্যতম। বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ জীবিত থাকা অবস্থায় সাংগঠনিক যেই কর্মকাণ্ড ছিল তা কিছুই নেই।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপির ও কামাল ইউসুফের অনুগত সাধারণ নেতা কর্মীরা জানান, তার মেয়ে চৌধুরী নায়েবা ইউসুফ তার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফের রাজনৈতিক উত্তরসুরি হিসেবে সঠিক সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থ এবং পুরাতন সিনিয়র ও পরীক্ষিত বিএনপির নেতাকর্মীদের সাথে তার কোনো রাজনৈতিক যোগাযোগ নেই বলে ও অভিযোগ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available