খুলনা প্রতিনিধি: আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি, লাঠিচার্জসহ অকথ্য নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় কেএমপি সদর দপ্তরে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হকের কাছে এই তালিকা দিয়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
তালিকাভুক্ত কর্মকর্তারা হলেন- খুলনা সদর জোনের সহকারী কমিশনার গোপীনাথ কানজিলাল, সদর থানার ওসি কামাল হোসেন খান, ওসি (তদন্ত) নিমাই চন্দ্র, এস আই রাকিব হোসেন ও সুকান্ত দাশ, এএসআই পলক এবং কনস্টেবল মাসুদ। এছাড়া হরিণটানা থানার ওসি মনিরুল ইসলামের নামও রয়েছে তালিকায়।
কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available