• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুন হাসানের অপসারণের দাবিতে বিক্ষোভ

২৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:০৮:০৪

নেছারাবাদের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুন হাসানের অপসারণের দাবিতে বিক্ষোভ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নবপদায়ন পাওয়া ডাক্তার মামুন হাসানকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ অক্টোবর শনিবার দুপুরে নেছারাবাদ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের মানুষ ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জানা যায়, হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগ পাওয়া ওই স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার নাম ডা. মামুন হাসান। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা পদে চাকরি করতেন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে ছাত্রজনতা সেখানে বিক্ষোভ করেছেন।

সকালে বিক্ষোভকারীরা নেছারাবাদ জগন্নাথকাঠি বন্দর থেকে বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান প্রধান কয়েকটি সড়কে মিছিল করেন। মিছিলে ডাক্তার মামুন হাসানের দুর্নীতিসহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে স্লোগান করেন।

পুনরায় মিছিলটি হাসপাতালের সামনে এসে শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য প্রদান করেন- সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, সমাজ সেবক মো. নাসির উদ্দীন তালুকদারসহ স্থানীয় ছাত্রজনতার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সেখানে ডাক্তার মামুন হাসানের দুর্নীতির কথাসহ ৫ আগস্টে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা তুলে ধরে বক্তব্য দেন। মামুন হাসান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পালিত লোক। তিনি শেখ হেলালের প্রভাব দেখিয়ে চিতলমারিতে চিকিৎসার মত মহৎ পেশায় দুর্নীতিতে নিমার্জিত ছিলেন।

বক্তারা বলেন, ডা. মামুন হাসান আওয়ামী লীগের ব্যানারে থেকে চিতলমারিতে যা ইচ্ছে তাই করেছেন। এমনকি তিনি ছাত্রজনতার গণ-আন্দোলনের বিরুদ্ধে থেকে সেখানকার বিএনপিসহ ছাত্রদের হয়রানি করেছেন। তাই তার মত দুর্নীতিবাজ ও দেশদ্রোহীকে নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে অপসারণের জোড়ালো দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ডা. মামুন হাসানের পরেও যদি নেছারাবাদ হাসপাতালে যোগদান করে, তাতে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এখানকার বিএনপিসহ ছাত্রজনতা এর দায়ভার নিবেন না।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে ডাক্তার মামুন হাসানের পদায়ন হয়েছে। তবে এখনো তিনি সেখানে যোগদান করেননি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা স্থানীয় মানুষ ফোন করে জানিয়েছে। আমি বিষয়টি ইতোমধ্য বিভাগীয় পরিচালকের কাছে জানিয়েছি। আজকের বিক্ষোভের বিষয়টিও আমি তাকে জানাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩