• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৮:০৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৮:০৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে নার্সদের কর্মবিরতি পালন

১ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫৫:১৮

নরসিংদীতে নার্সদের কর্মবিরতি পালন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সদের একদফা দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছে। দাবি আদায় না হলে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি ও পরবর্তীতে সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দেন। ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নরসিংদী জেলা, জেলা সদরসহ সরকারি সকল হাসপাতাল কর্মরত নার্সরা একদফা দাবি আদায়ের এ কর্মবিরতি পালন করে।

আন্দোলনে নার্সরা বলেন, নিয়োগ বিধি ২০১৬ মোতাবেক সিনিয়র স্টাফ নার্সগণ উচ্চতর ডিগ্রি অর্জনের পর ৪র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। অনেক সিনিয়র স্টাফ নার্স দেশ এবং বিদেশ থেকে নার্সিং এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও পদ শূন্য থাকা সত্ত্বেও, পদোন্নতি না দিয়ে ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত নিজবেতনে পদায়ন করেন এবং চাকরি হতে অবসরের সময় সিনিয়র স্টাফ নার্স পদ থেকে অবসর নিতে হয়।

তাদের দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নিয়োগ বিধি ২০১৬ এর আলোকে উচ্চ শিক্ষিত ও যোগ্য নার্সদের পদায়ন এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে সকল পদে উচ্চ শিক্ষিত নার্সদের পদায়ন করা। এক দফা দাবিতে কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ডাকে গত ৩০ তারিখে প্রতীকী কর্মবিরতি লাল ব্যাজ ধারণ ও আজ সকালে ৯টা হতে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।

দাবি আদায় না হলে আগামীকাল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি ও পরবর্তীতে সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ