• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৭:৫০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৭:৫০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেরোবির সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৬:৫২

বেরোবির সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ-মাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এমআরডিআই ও ইন্টারনিউজের আয়োজনে এবং ইউএসএইড এর সহযোগিতায় ‘ফ্যাক্ট-চেকিং অ্যান্ড ডিজিটাল হাইজিন’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

৪ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন, সাংবাদিকতা একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। অন্যান্য বিভাগ থেকে এখানে পড়াশুনার ধরনও আলাদা। এই বিভাগে পড়াশোনার পাশাপাশি বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য হাতে-কলমে শিক্ষা নেয়াটা জরুরি। এক্ষেত্রে এধরনের কর্মশালা শিক্ষার্থীদের জন্য অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগকে যুগোপযোগী করে তুলতে ল্যাব প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হবে। আমি আশা করি, এই বিভাগের শিক্ষার্থীরা তাদের কর্মের মাধ্যমে বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে দেশ-বিদেশে পজিটিভভাবে উপস্থাপন করবে। বেরোবির সাংবাদিকতা বিভাগে এমন আয়োজনের জন্য এমআরডিআইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য। এছাড়াও বিভাগের নানা সমস্যা কাটিয়ে উঠার জন্য সহযোগিতার আশ্বাস দেন অধ্যাপক শওকাত আলী।

এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, এমআরডিআই যেহেতু সংবাদ-মাধ্যম উন্নয়নে কাজ করে তাই এর অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উন্নয়নে বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। ফ্যাক্টচেকিং বিষয়ে সাংবাকিদতা বিভাগে ল্যাব প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাংবাদিকতা বিভাগ ক্লাসের পড়াশুনার পাশাপাশি এমন কর্মশালা বেশি বেশি আয়োজন করতে চাই। এক্ষেত্রে সহযোগিতা কামনা করেন তিনি।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮

দোয়ারাবাজারে গলায় রশি পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৩