• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছোট পোলাপান নিয়ে রাতে ভয়ে ভয়ে ঘুমাই, কখন জানি নদীতে চলে যাই

২৩ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৯:২১

ছোট পোলাপান নিয়ে রাতে ভয়ে ভয়ে ঘুমাই, কখন জানি নদীতে চলে যাই

বাগেরহাট প্রতিনিধি: নদীতে আমার সব চলে গেইছে, ছোট্ট একটু ঘর বাকি আছে তাও যায় যায় অবস্থা কিন্তু আমাদের দেহার কেউ নেই। সরকার আসে সরকার যায়, আমাদের দুঃখ কেউ দেহে না। অনেকবার চেয়ারম্যান আইছে দেইহে গেছে, বাগেরহাট থেকেও বড় স্যার আইছিল, বাঁধ দিয়ে দেবেনে কইছিল আজও দিল না। ছোট ছোট পোলাপান নিয়ে রাতে ভয়ে ভয়ে ঘুমাই কখন জানি নদীতে চলে যাই। এভাবেই কথা বলছিলেন বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী দ ইউনিয়নের রোমজয়পুর গ্রামের বাসিন্দা আ. গফফার মোল্লা ।

এ কথাগুলো মূলত রামপালের একার কথা না, এরকম হাজারো গফ্ফার আছে যাদের শেষ আশ্রয়স্থলটুকু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে প্রতিনিয়ত। আর বিষয়গুলোকে বিবেচনা করে বাগেরহাটে "নদীর তীরে, জীবন জ্বলে” শিরোনামে নাটক প্রদর্শনী ও বাগেরহাটের রামপাল উপজেলার উড়ু বুনিয়া থেকে রোমজয়পুর পর্যন্ত টেকসই বেড়িবাঁধের দাবিতে সিগনেচার ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের পুরোনো শিল্পকলা অ্যাকাডেমির (এসিলাহ মিলনায়তনে) রামপাল ও বাগেরহাটের অ্যাক্টিভিস্টার উদ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল-বেরুনি।

এ সভায় বক্তারা বলেন, রামপাল উপজেলা এমনিতেই লবণাক্ত এলাকা চিংড়ি চাষের অযুহাতে প্রতিবছর হাজার হাজার হেক্টর কৃষি জমি অনাবাদি হয়ে পরে থাকে। কিছু অসাধু প্রভাবশালীরা চিংড়ি চাষের জন্য এই এলাকায় লবণ পানি প্রবেশের চেষ্টা করে এবং এছাড়া কিছু অসাধু প্রভাবশালীরা রামপাল মোংলা ঘসিয়াখালি চ্যানেল দখল করে বালু উত্তোলন করে। যার কারণে উড়ু বুনিয়া থেকে রোমজয়পুর পর্যন্ত নদী তীরবর্তী হওয়ায় প্রতিনিয়ত ভাঙ্গনের মধ্যে পরছে। এখনই ব্যবস্থা না নিলে উড়ুবুনিয়া থেকে রোমজয়পুর পর্যন্ত হাজারো মানুষ গৃহহীন হবে।

প্রধান অতিথির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, আমি ইতোমধ্যে রামপালের রোমজয়পুর গিয়েছি। আমি বুঝতে পারছি এখানে একটি টেকসই বেড়িবাঁধ দরকার। আমি আপনাদেরই লোক, আমি আপনাদের সমস্যার কথা বুঝি। আমি আপনাদের আবেদন পত্র পেয়েছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওমর ফারুক, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা, অ্যাকশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর সুইট খান, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, এসএস শোহান, আব্দুলাহ আল ইমরান। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের
অর্ধশতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩