চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বিডিআর বিদ্রোহ, হেফাজতের সমাবেশ ও ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে স্বেরাচারী শেখ হাসিনা বিচার দাবি করেছে জামায়াত।
১৬ আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।
কনকাপৈত মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।
কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, অধ্যাপক মোহাম্মদ আলী, জামাল উদ্দিন লিটন, জসিম উদ্দিন, মাওলানা মনসুর আহম্মেদ, শাহআলম, হোসাইন আহম্মেদ শাহাদাত, নজরুল ইসলাম, নাজমুল হক বাদল, নিজামুদ্দিন আজাদ, মাঈন উদ্দিন ফরাজী, ডা. মাহমুদুল হাসান।
কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী পেয়ার আহম্মেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন ফরাজী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াছিন, জসিম উদ্দিন, মুজিবুল হক দুলাল, ইউসুফ মজুমদার, ইমাম উদ্দিন।
সমাবেশে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন শিল্পী ইমাম হোসেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে নেতাকর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে আমজাদের বাজার থেকে শোডাউন করে কনকাপৈত বাজারে পৌঁছায়। সমাবেশ শেষে এক আনন্দ মিছিল কনকাপৈত বাজার প্রদক্ষিণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available