• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৫২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৫২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

সোনালি লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের উপর হামলা

২১ আগস্ট ২০২৪ দুপুর ০১:৫৯:৫৮

সোনালি লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট পালনের সময় সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীদের মারধর করেছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে রাজধানীর মালিবাগে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

২০ আগস্ট মঙ্গলবার মতিঝিলে আইডিআরএ’র কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করছিলেন সোনালি লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা।

এক পর্যায়ে আইডিয়ারএর চেয়ারম্যানের সঙ্গে আলোচনার জন্য আন্দোলনরত বীমা কর্মীদের প্রতিনিধি হিসেবে ১০ জনকে অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আগে থেকেই উপস্থিত লোকজন বীমা কর্মীদের বেদম প্রহার এবং অকথ্য ভাষায় গালাগাল করে। আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বারীর নির্দেশে তাদের মারপিট করা হয় বলে ভুক্তভোগীরা জানান।

সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, বীমা কোম্পানিটির কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। হামলায় আহত সোনালি লাইফের কর্মকর্তা রেজাউল করিম জানান, আমরা এখানে আন্দোলন করছিলাম। আমাদের ৪ থেকে ৫ জনকে তখন আইডিআরএ অফিসের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর বেশ কয়েকজন লোক মিলে আমাদের উপর হামলা করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম।

এদিকে, বেলা আড়াইটার দিকে মালিবাগে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। কোম্পানির কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুরে ২৫-৩০ জনের এক দল দুর্বৃত্ত কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের হাতে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিল। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ হামলার খবর পেয়ে আইডিআরএ অবস্থানরত বীমা কর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

অপরদিকে কোম্পানির কয়েকজন কর্মকর্তা আইডিআরএ কার্যালয়ে এসে অফিসে হামলাকারীদের কয়েকজনকে সেখানে দেখতে পান এবং তাদেরকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। হামলাকারীরা স্বীকার করেছে যে, তারা জয়নুল বারীর নির্দেশে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে হামলা চালিয়েছে। হামলাকারীদের একজন দাবি করেন, আইআিরএ চেয়ারম্যান জয়নুল বারি তার খালু হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:০৬

ফটিকছড়িতে ডাবল মার্ডার মামলার আসামি গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:৫২