• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাশকতার অভিযোগে নাসিক কাউন্সিলর আটক

২৬ জুলাই ২০২৪ সকাল ০৯:০৭:০২

নাশকতার অভিযোগে নাসিক কাউন্সিলর আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে ডিবি পুলিশ।

২৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম। তিনি বলেন, ইসরাফিল প্রধানকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া সহিংসতায় তার সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। তবে এখনো তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি।

ইসরাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেন। এখন আবার তিনি ওয়ার্ড বিএনপির কমিটিতে নাম লিখিয়েছেন।

জানা যায়, গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে অ্যাডভোকেট মো. মাসুদুজ্জামান মন্টুকে সভাপতি এবং মো. মহিউদ্দিন শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। ৭১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে ৪৬ নম্বর স্থলে সদস্য পদে রয়েছেন ইসরাফিল প্রধান।

এর আগে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের পা ছুঁয়ে সালাম করে আওয়ামী লীগে যোগ দেন ইসরাফিল প্রধান। তিনি তখন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ছিলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তখন তিনি বিএনপির সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হন বলে জানা যায়।

এছাড়া বিএনপির বেশ কয়েকটি নাশকতার মামলায় আসামি ছিলেন তিনি। আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কারাভোগও করেছেন একাধিকবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩