• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৫:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৫:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

কাওয়ালি সন্ধ্যায় কবি নজরুল কলেজে শিক্ষার্থী উচ্ছ্বাস

২৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৩৭:৫৩

কাওয়ালি সন্ধ্যায় কবি নজরুল কলেজে শিক্ষার্থী উচ্ছ্বাস

কবি নজরুল কলেজ প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি ও সাংস্কৃতিক সন্ধ্যা। ২৩ সেপ্টেম্বর সোমবার জুলাই বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে এবং জুলাই বিপ্লবের বিজয় উপলক্ষ্যে এই কাওয়ালি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বিকাল ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে গজল, হামদ, নাত ও কাওয়ালি সংগীত, দেশাত্মবোধক গান ও লালন বাউল গান অনুষ্ঠানটিতে নামে হাজার হাজার শিক্ষার্থী ঢল। কানায় কানায় ভরপুর হয়ে উঠে কবি নজরুল সরকারি কলেজ প্রাঙ্গণ। এই আয়োজনে সিলসিলা, নিমন্ত্রণ, জাগরণ, রাবতা ও রুহ হৃদম শিল্পীগোষ্ঠীর পাশাপাশি সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা ।

আয়োজন উপভোগ করতে আসা শিক্ষার্থী ফাজিয়া ইসলাম বলেন, বলতে গেলে এই ক্যাম্পাসের ইতিহাসে এই প্রথম ক্যাম্পাসে এ ধরনের আয়োজন। এই আয়োজন তারুণ্যের সেই পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে। এ আয়োজন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাসে এটি একটি ব্যতিক্রম আয়োজন বলা চলে। এভাবেই চারদিকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে।

কাওয়ালি সন্ধ্যা আয়োজকদের একজন জাকারিয়া বারি সাগর বলেন, কবি নজরুল সরকারি কলেজে ভিন্ন ধর্মী এই আয়োজন এবার প্রথম। প্রচুর দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে করার চিন্তা রয়েছে।

কাওয়ালি ও সাংস্কৃতিক সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান রহমান বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি। এমন আয়োজনের জন্য তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩