• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৪:৩০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৪:৩০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাচ্ছে ২৩ হলে

১৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০৩:২২

নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাচ্ছে  ২৩ হলে

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার ২৩ হলে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এরই মধ্যে এসব হলের তালিকা প্রকাশ করা হয়েছে।

সিনেমা হলগুলো হলো- স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা (পান্থপথ, ঢাকা), স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার (ধানমন্ডি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স এস কে এস টাওয়ার (মহাখালী, ঢাকা), স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার (মিরপুর-১, ঢাকা), স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম (বিজয় স্মরণী, ঢাকা), স্টার সিনেপ্লেক্স বালি অর্কেড (চট্টগ্রাম), স্টার সিনেপ্লেক্স হাই-টেক পার্ক (রাজশাহী), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ, ঢাকা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), সৈনিক ক্লাব (বনানী, ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ী, ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা, ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), রূপকথা (পাবনা), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), মডার্ন (দিনাজপুর), রাজতীলক (রাজশাহী), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুমতি (ভৈরব, কিশোরগঞ্জ) ও মোহন (হবিগঞ্জ)।

এর আগে, সিনেমাটির মুক্তিকে সামনে রেখে গত ৩০ জানুয়ারি মঙ্গলবার এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে।

‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। একই সঙ্গে এর চিত্রনাট্যও তিনিই লিখেছেন।

সিনেমায় নিরব ও অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খানসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪