• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১৩:১৭ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১৩:১৭ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীরা

১৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৫৯

কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীরা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিল করেছেন।

১৮ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ গণমিছিল করেন শিক্ষার্থীরা।

বিএসপিআই এর সি়ভিল উড ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের  রিশাদ মাহমুদ, মো. মাসুম, হাবিবুর রহমান  এবং মুজাহিদুর রহমান নকিব এর নেতৃত্বে গণমিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিকেল ৪টায়  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে  বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদুর রহমান নকিব বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সুইডিশিয়ানরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাব। দাবি আদায়ের জন্য শরীরের শেষ নিশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

প্রসঙ্গত, সারাদেশে  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে  ছাত্র আন্দোলনের ছয় দফা দাবি লক্ষ্যে কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীরা কাফনের  কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন বলে জানান বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদুর রহমান নকিব।

এর আগে একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সড়ক অবরোধ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
২০ এপ্রিল ২০২৫ সকাল ০৮:২১:০৫





ঘিওরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৫৬:৫৩