কেরানীগঞ্জ প্রতিনিধি: সংখ্যালঘু সম্প্রদায়কে অভয় দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক উসকানি দিয়ে বিভাজন সৃষ্টিকারীরা কখনোই সফল হবে না। সরকার সবসময় সংখ্যালঘুদের পাশে রয়েছে। তাদের কোনো ভয় নেই। ১৭ অক্টোবর মঙ্গলবার কেরানীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর চেষ্টা করেছে, তবে ব্যর্থ হয়েছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সরকার আপনাদের পাশে আছে, কোনো ভয় নেই। সাম্প্রদায়িক উসকানি দিয়ে বিভাজন সৃষ্টিকারীরা কখনোই সফল হবে না, আমরা ঐক্যবদ্ধভাবে সেই শক্তিকে পরাজিত করবই।
অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা সকল ক্ষেত্রেই এগিয়ে আছি। আমরা যখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি, উন্নত দেশের স্বপ্ন দেখছি, তারা তখন আমাদের পিছিয়ে নেয়ার চেষ্টা করছে। অপশক্তি, বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে আজ আমাদের অগ্রগতি থামিয়ে দেয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা বারবার দুর্গতি টেনে নিয়ে আসে, তাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে।
কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং বাবু নৃপেন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি কামরুল ইসলাম কামু, সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাবুদ্দিন শাহা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শিলারা ইসলাম, আইকে শাহীন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মোস্তান, সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available