• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০৮:০৮:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০৮:০৮:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে: রেল উপদেষ্টা

২৩ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৭:২৮

সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে: রেল উপদেষ্টা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোকোমোটিভ কারখানাকে আধুনিকায়ন করে দ্রুত জনবল নিয়োগ দিয়ে একটি সচল প্রতিষ্ঠানে পরিণত করা হবে। যাতে রেলওয়ের জন্য অতি প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ নির্মাণ সহজতর ও কার্যকর হয়। তাহলে আর আমাদের বিদেশ নির্ভর হতে হবে না, এমন মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে কারখানায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের শোবিজ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সিএমই সাদেকুর রহমান, জিএম মামুনুল ইসলাম, পাকশী বিভাগের ডিআরএম শাহ সুফী, সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মোস্তফা জাকির হাসান, পার্বতীপুর লোকোমোটিভ কারখানার সিএক্সই মো. সাইফুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীসহ রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ফাওজুল কবির খান বলেন, রেলওয়ে একটি অলাভজনক খাত। এ কারণেই মূলত রেলওয়ের উন্নয়নে বাঁধা। তাছাড়া ইতঃপূর্বে বিভিন্ন সরকার এ খাতটিকে অবমূল্যায়ন করেছে এবং উন্নয়নের নামে লুটেপুটে সাবাড় করেছে। সেজন্য রেলওয়ের প্রকৃত উন্নয়ন হয়নি। অথচ বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে রেলওয়ের ভূমিকা অপরিসীম। তাই আমরা রেলওয়েকে প্রকৃত অর্থে একটি সচল খাতরুপে পরিণত করতে চাই।

উপদেষ্টা আরও বলেন, সৈয়দপুর ও পার্বতীপুরে যে রেলওয়ের অবকাঠামো ও মেশিনপত্র আছে তাতে আধুনিকায়ন করা হলে এখানেই ব্যাপকভাবে ইঞ্জিন ও কোচ নির্মাণ করা যাবে। এজন্য নতুন কোন কারখানা তৈরির প্রয়োজন নেই বরং পর্যাপ্ত কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় বাজেট ও জনবল দিয়ে এই কারখানাতেই বাৎসরিক চাহিদা পূরণের চেষ্টা করা হবে। এজন্য অতি দ্রুত জনবল নিয়োগ দেওয়াসহ অন্যান্য বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা কোন মিথ্যে আশ্বাস দিতে চাই না। তবে পূর্বের মন্ত্রীদের মত রাজনৈতিক স্ট্যান্ডবাজীও করতে চাই না। ধৈর্য ধরুন এবং দেখুন আমরা কতটুকু কি করছি।

রেলওয়ে হাসপাতালকে মেডিকেল কলেজ করার বিষয়ে তিনি বলেন, আগের প্রধানমন্ত্রী কী বলেছেন তা আমার জানা নেই। তবে মেডিকেল কলেজ করার বিষয়টি মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ঢাকায় গিয়ে আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে কথা বলবো। একইভাবে রেলওয়ে স্কুলের বিষয়টিও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫৩



ধনবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০১

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৫

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৯



তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫১:১৭