সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: কোটা সংস্কারের আন্দোলনের সময় নীলফামারীর সৈয়দপুর শহরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। এখনও কাটেনি সেই রেশ। ফলে সৈয়দপুর এখন নীরব নিস্তব্ধ এক শহর।
পুলিশ-ছাত্রদের সংঘর্ষে ফাঁকে অগ্নিসংযোগ করা হয় পুলিশ বক্সে। এসময় পুলিশের একটি পিস্তল, একটি শর্টগান, একটি রাইফেল এবং ৬ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটে।
সহিংসতা চলাকালে আহত হন ১০ পুলিশ সদস্য। সাথে ২০ থেকে ৩০ জন ছাত্রও আহত হয়।
শহরের বিভিন্ন স্থানে এখনও টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। মানুষের চলাফেরায় বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট একটি সময়।
এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে করা হয় তিনটি মামলা দায়ের। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম জানান, লুট হওয়া এখনো একটি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি আমরা উদ্ধার করতে পারিনি। আহত পুলিশ সদস্যরাও সুস্থ হয়নি।
নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বলেন, যারা অপরাধের সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেফতার করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available