• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১৯:০৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১৯:০৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ড্রোন-রকেট হামলার মধ্যেই মণিপুরের ৩ জেলায় কারফিউ জারি

১০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৩৫

ড্রোন-রকেট হামলার মধ্যেই মণিপুরের ৩ জেলায় কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরে আবারও ব্যাপক হারে সংঘাত বেড়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যের ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম ও থাউবাল জেলায় সংঘাতের মধ্যেই কারফিউ জারি করা হয়েছে।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার সাম্প্রতিক সহিংসতা এবং বিক্ষোভের ঘটনাগুলি অশান্তি বাড়িয়ে তুলায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রাজ্য প্রশাসন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর নিশ্চিত করেছে।

জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন। তবে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখে মঙ্গলবার সকাল ১১ টায় আগের ঘোষণা বাতিল করে আবারও কারফিউ জারি করা হয়।

গত কয়েকদিনে মণিপুরে সংঘাত নতুন করে বেড়ে গেছে। বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং এর পারিবারিক বাসভবনে আরপিজি হামলা চালানো হয়। ৬ সেপ্টেম্বরের এই হামলায় পূজোরত এক ব্যক্তি নিহত হন।

পরদিনই দূরপাল্লার রকেট হামলায় বিষ্ণপুরে ৫ জন নিহত হন। সশস্ত্র গোষ্ঠী কুকিদের পক্ষ থেকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এর আগে, অস্ত্রধারীরা এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছিল। এইসব ঘটনায় রাজ্যের অস্থিরতা কেবল বেড়েই চলেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের মহাপরিদর্শক কে কাবিব। টহলের জন্য একটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত বছরের মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইম্ফল উপত্যকার গোষ্ঠী মেইতিদের সঙ্গে নিকটবর্তী পাহাড়ি সম্প্রদায় কুকি-জোদের সংঘর্ষে এখন পর্যন্ত ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১