• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

১৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৫৪:০০

রংপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় জামিন নিতে গেলে ১০ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

১৭ অক্টোবর বৃহস্পতিবার রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালত এ নির্দেশ দেন।

আসামিরা হলেন- আব্দুল হান্নান (২৫), রিয়াদ (৫৮), আব্দুর রাজ্জাক (৫৯), মহবুর (৬০), মোস্ত (৬১), শাহ নেয়াওজ (৬২) আব্দুর রউফ (৬৩), ভুটু (৬৪), আলমগীর (৬৫) ও শাহিন (৬৬)।

মামলা সূত্রে জানা যায়, ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য সাবেক এমপি আহসানুল হক ডিউক চৌধুরী ও পৌর মেয়র টুটুল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে ১৫০ থেকে ২০০ জন ছাত্র-জনতা আহত হয়। এছাড়াও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট, ৩৫টি মোটরসাইকেল, সরকারি একটি পাজেরো গাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়। এভাবে দুই দিনে তারা অগ্নি-সন্ত্রাস, লুটপাট ও ভাঙচুর করে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি করে।

এ ঘটনায় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি ও এশিয়ান টিভির রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে ১৬৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় বৃহস্পতিবার জামিন নিতে আসলে বিচারক হাসিনুর রহমান মিলন শুনানি শেষে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩