• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ১১:৩৬:০৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ১১:৩৬:০৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

খেলা

কারাতে ফেডারেশনের জাজ লাইসেন্স পেলো মার্শাল আর্ট বিডির ৪ প্রশিক্ষক

১৯ মার্চ ২০২৪ বিকাল ০৫:০৫:৩১

কারাতে ফেডারেশনের জাজ লাইসেন্স পেলো মার্শাল আর্ট বিডির ৪ প্রশিক্ষক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাজ লাইসেন্স পেলো মার্শাল আর্ট বিডির ৪ প্রশিক্ষক। বাংলাদেশ কারাতে ফেডারেশন (বিকেএফ) রেফারি লাইসেন্সিং এক্সাম-২০২৪ শেষে তাদেরকে এ লাইসেন্স প্রদান করা হয়।

লাইসেন্সপ্রাপ্ত প্রশিক্ষকরা হলেন- সেন্সী নাজমুন সাহাদাত, সেন্সী আশফিরা সুলতানা, সেন্সী আবু সাদাত মোহাম্মদ শাহনওয়াজ ও সেন্সী আল আমিন।

গত ৮ ও ৯ মার্চ রাজধানীর শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে দুই দিনব্যাপি এ রেফারি লাইসেন্সিং এক্সামের আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন। পরীক্ষায় সারাদেশের ২২৬ জন কারাতে প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

রেফারি ও জাজ পরীক্ষায় প্রধান বিচারক হিসেবে ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের (একেএফ) জেনারেল সেক্রেটারি মাইকেল হ্যাং সেন্সি। এসময় ডব্লিউকেএফ ও একেএফের রেফারি ও জাজগণ উপস্থিত ছিলেন।

২ দিনব্যাপি এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাপানের সিহান টিটসুরো কিটামুরা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু সেন্সী, সাধারণ সম্পাদক ক্য শ্যৈ হ্লা সেন্সী, কোষাধ্যক্ষ সেন্সী আবুল কালাম আজাদ, কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদিকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডাইরেক্টর সেন্সী নয়না চৌধুরী, বি.কে.এফ রেফারি কমিশনের চেয়ারম্যান ও কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক সেন্সী টুলু উস শামস প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ