• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:১২:৫২

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি: হঠাৎ কালবৈশাখী ঝড়ে পিরোজপুর সদর উপজেলায় বেশ কয়েকটি এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। এতে পৌরসভার রানীপুর মরিচাল এলাকায় ঘরের উপরে গাছে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৌরসভার বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

৭ এপ্রিল রোবাবর সকাল সাড়ে ৯টায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানান পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান। এ ঘটনায় সকাল ১০টা থেকে সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

নিহত রুবি বেগম (২২) রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের ৮ মাসের মেয়ে মেহেজাবিনকে গুরুতর অবস্থায় পিরোজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় ৩ থেকে ৪ জন আহত রয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশ। এর পরপরই শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া। প্রচন্ড শিলা বৃষ্টি ঝড় বইতে থাকে। পালপাড়া, খোমোরিয়া, রানীপুর, মরিচাল, শঙ্করপাশা এলাকায় অনেক ক্ষতি হয়েছে। এসব এলাকায় ঘরের উপরে গাছ পড়ে অনেক ক্ষতি হয়েছে। আমরা দ্রুত এসে পালপাড়া এলাকাসহ আশেপাশের এলাকার চাপা পড়া ঘর ও লোকজনদের ফয়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করি। এখনো কাজ চলমান আছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান জানান, খবর পেয়ে ঝড়ের মধ্যেই আমরা এসে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন্ এলাকায় কাজ শুরু করি। পালপাড়া এলাকায় কয়েকটি বাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। সে সব বাড়িগুলোতে চাপা পড়া গাছ সরিয়ে উদ্ধার কাজ চলছে। আমাদের এ উদ্ধার অভিযান চলমান আছে তবে কী পরিমাণে ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, কালবৈশাখী ঝড়ে একজনের মুত্যু হয়েছে। এছাড়াও ৩ থেকে ৪ জন আহত আছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থাল গুলোতে গিয়েছে এবং এখনো কাজ করছে। ক্ষতির মরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩