• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে বিবাহ বহির্ভূতভাবে পুত্র সন্তানের জনক-জননী হলো কিশোর-কিশোরী

১৪ জুলাই ২০২৪ সকাল ১১:৪০:২৪

রামপালে বিবাহ বহির্ভূতভাবে পুত্র সন্তানের জনক-জননী হলো কিশোর-কিশোরী

প্রতীকি ছবি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালের খেজুরমহল গ্রামে বিবাহ বহির্ভূতভাবে কিশোর-কিশোরী পুত্র সন্তানের পিতা-মাতা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিশোরীর মাতা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার খেজুরমহল গ্রামের আকবর আলী শেখের পুত্র (১৬) একই এলাকার মৃত জাকির হোসের বাড়িতে প্রায়ই বেড়াতে যেত। জাকিরের স্ত্রী সেলিনা বেগমের মৎস্য ঘেরে গিয়ে মাছ ধরে দিতো ওই কিশোর। ঘনঘন যাতায়াতের সুযোগে জাকিরের ১০ শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

ওই মেয়ের মায়ের দাবি, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করে ওই কিশোর। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। লোকলজ্জার ভয়ে ও কিশোরের চাপে কিশোরী বিষয়টি তার মাসহ সবার কাছে গোপন রাখে। ওই কিশোরীর গর্ভের সন্তানের বয়স পূর্ণ হওয়ায় গত ৩০ জুন সন্ধ্যায় প্রসববেদনা শুরু হয়। উপায়ন্তর না দেখে কিশোরীর মা তার মেয়েকে ফয়লাহাটের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পথে ভ্যানেই বাচ্চা প্রসব হয়। এ খবর জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সাংবাদিকেরা ওই কিশোরের কাছে জানতে চাইলে সে বলে দুজনের বয়স পুরে গেছে। জন্ম নিবন্ধনে বয়স কম দেখানো হয়েছে। বিয়ের বিষয়ে জানতে চাইলে সে জানায়, খানপুরের এক কাজীর মাধ্যমে তারা বিয়ে করেছেন এক বছর আগে। তখন প্রশ্ন করা হয়, বয়স তো কারো পূর্ণ হয়নি কী করে বিয়ে রেজিস্ট্রি হলো? কাগজপত্র আছে কিনা জানতে চাইলে, সে পরে কাগজ দেখাবে বলে দ্রুত সরে যায়।

ওই কিশোরের মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, বয়স পূ্র্ণ হয়নি। কোনো কাগজপত্রও নেই।

কিশোরের বাড়িতে অবস্থান করা ওই কিশোরীর কাছে জানতে চাইলে বলেন, ‘ভালোবেসে বিয়ে করেছি। তবে কাবিন দেখতে চাইলে বলেন, বয়স পূ্র্ণ না হওয়ায় গ্রাম্যভাবে কালিমা পড়ে বিয়ে করেছি।’

কথা হয় বাইনতলা ইউপি সংরক্ষিত মহিলা সদস্য আউলিয়া বেগমের সাথে। তিনি বলেন, ‘এখানে আইনের ব্যত্যয় ঘটেছে। এমনটি মানা যায় না।’

কিশোরীর মা জানান, ‘আমার স্বামী মারা যাওয়ার পরে আমি অত্যন্ত কষ্ট করে ৩ মেয়ে ও ১ ছেলেকে মানুষ করছি। তাদের লেখাপড়া শেখাচ্ছি। আকবরের ছেলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে। আমার পরিবারের সর্বনাশ করেছে। আমি আইনের আশ্রয় গ্রহণ করবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩