সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে দুর্ধর্ষ কিশোর গ্যাং ইমন গ্রুপের দলনেতা মেহেদী হাসান ইমন ওরফে গিয়ার ইমনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
৭ জুন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে রাতে র্যাব-৪ ও র্যাব-১৪ এর একটি যৌথ টিম জামালপুর সদর উপজেলার নুরুন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানায়, ২৮ মার্চ সাভারের ছায়াবিথি আমতলা মোড় এলাকায় শহিদুল ইসলাম (২৪) নামে এক দন্ত চিকিৎসকের সহকারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা। পরে তার হাসপাতালে মৃত্যু হয়।
তিনি আরও জানান, ১১ মার্চ সাভার বাজার রোডের একটি মার্কেটের পেছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় সোহেল মোল্লা (২৫) নামে এক কাঠ মিস্ত্রিকে হত্যার ঘটনা ঘটে। এছাড়াও উপজেলার সোবহানবাগ এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৩৪) নামে অপর এক ব্যক্তিকেও হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত ছিল আসামি মেহেদী হাসান ইমন ওরফে গিয়ার ইমন।
এছাড়াও ২৮ মার্চ মাদক সেবনের টাকা জোগাড় করতে পথচারী শহিদুল ইসলামকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ইমন ও তার সহযোগী নুর আলম। এতে অস্বীকৃতি জানালে ধারালো সুইচ গিয়ার শহিদুলের পেটে ঢুকিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এসব পৃথক ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলায় পলাতক ছিল আসামি ইমন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, দুপুরে আসামি ইমনকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক ছিনতাই, মারামারি ও মাদকের মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available