• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৬:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৬:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে ২২ দিন ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে: ইউএনও

১৭ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৪১:০৫

আমতলীতে ২২ দিন ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে: ইউএনও

আমতলী (বরগুনা) প্রতিনিধি: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামি ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। একইসাথে এসময় ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। বরগুনার আমতলীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে সকল এনজিওর প্রতি নির্দেশনা দিয়েছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল আলম । ১৫ অক্টোবার সোমবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘১২ অক্টোবার থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার, আহরণ, পরিবহন, নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান কার্যক্রম চলমান থাকবে। এসময়ে জেলেরা নদী বা সাগরে মাছ আহরণে যেতে পারবেনা । ফলে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জেলেদের পরিবারের খরচ নির্বাহের পর ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর। তাই এ সময়ে ঋণের কিস্তি আদায় বন্দ রাখতে নির্দেশ প্রদান করা হলো।’

উপজেলা মৎস্য অফিস থেকে জানা যায়, প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ইলিশের উৎপাদন বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল আলম মুঠোফোনে বলেন, সরকার প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। এসময় জেলেরা বেকার হয়ে পড়ায় তাদের রোজগার বন্দ থাকে, পরিবারের খরচ চালিয়ে তাই ঋণের কিস্তি দেয়া তাদের জন্য কষ্টকর। এ অবস্তায় নিষিদ্ধকালীন এসময়ে জেলেদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্দ রাখার জন্য সকল এনজিওকে নির্দেশ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩