• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৩:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৩:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

যবিপ্রবিতে স্বাধীনতা দিবসে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৭ মার্চ ২০২৪ দুপুর ০২:১৪:৫৩

যবিপ্রবিতে স্বাধীনতা দিবসে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রদর্শনী বিতর্ক, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবি ডিবেট ক্লাব।

২৬ মার্চ মঙ্গলবার যবিপ্রবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) প্রতিযোগিতার প্রথম ধাপে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগিতা। দ্বিতীয় ধাপে দুপুর সাড়ে ১২টায় পরিবেশ সংরক্ষণে আমার ভূমিকা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা, আমার ভূমিকায় আগামীর বিশ্ব বাংলাদেশের হবে, বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি)   বিভাগের শিক্ষার্থী মো. ইফতেখার মাহমুদ, যৌথভাবে দ্বিতীয় ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের শিক্ষার্থী  নুসরাত জাহান দিসা ও নুসরাত জাহান রিতু ও তৃতীয় রসায়ন বিভাগের তাসনিমাহ নাওশিন লামিয়া ।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের শিক্ষার্থী মো. ইফতেখার মাহমুদ, দ্বিতীয় কম্পিউটার বিজ্ঞান এবং প্রৌকশলী (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান, তৃতীয় শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক ।

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম ও বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোহাম্মদ আল ইমরান উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩