সুনামগঞ্জ (জগন্নাথপুর) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় একদিনেই পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন পাঁচজন।
১৭ অক্টোবর মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন জগন্নাথপুর পৌরসভার কেশবপুর গ্রামের মাছুম মিয়া(১৮), ভবেরবাজার এলাকার ঝুনু মিয়া(৪৫), হবিবপুর গ্রামের শাহানাজ(২৩), চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউরা গ্রাম এলাকার আরিফা বেগম(১৫) ও কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার গ্রামের ছুরত মিয়া(৫০)।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন জামান কুকুরের কামড়ে আহত ৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে পাগলা কুকুর, শিয়াল ও বানরের কামড়ে গত ১২ দিনে ২০ জন আহত হয়েছন। এই নিয়ে গোটা উপজেলায় আতঙ্ক দেখা দিয়েছে জনসাধারণের মাঝে। কখন কাকে কামড়ে বসে বলতে পারছে না কেউ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available