লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে এক দিনে পাগলা কুকুরের কামড়ে দুই শিশুসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ডোস দেওয়া হয়েছে।
২৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিলমাড়িয়া ও লালপুর ইউনিয়নের মোমিনপুর, বাকনা, রামকৃষ্ণপুর ও মোহরকয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহরকয়া গ্রামের আজবার আলীর ছেলে রিফাত (৯), বাকনাই গ্রামের ওসমান আলীর স্ত্রী জবা বেগম (৬০), নবীর উদ্দিনের ছেলে নাজির হোসেন (৩৫), একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে আবদুল কাদের (৪০), মমিনপুর গ্রামের পারভেজ আলীর ছেলে জোবায়ের আলী (৪), বাবুল চৌকিদারের ছেলে লালন (২৯), মিন্টু সরদারের ছেলে আরিফ (৩০) ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত বদ্র মণ্ডলের ছেলে জামাল (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুসহ বয়স্করা কুকুরের আক্রমণের শিকার হলে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। এ ঘটনার পর থেকে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম বলেন, কুকুরের কামড়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জলাতঙ্ক ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিন দিন পর দ্বিতীয় ডোজ এবং সাত দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available