মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগে উঠেছে। বর্তমানে ভুক্তভোগী ওই যুবক সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
মামলার আসামীরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত আসামীরা বাদী মো. সামসুল প্রামাণিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে ভুক্তভোগী রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা রাস্তা থেকে তাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার করেন। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী যুবকের বোন ঝর্ণা আক্তার জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন যাবত আমার ভাই আইসিওতে ভর্তি। আমরা এখনো জানি না আমার ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিনা। এতদিন হয়ে গেল মামলা করার পরেও পুলিশ অভিযুক্ত আসামীদের গ্রেফতার করেনি। আসামীরা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ভাইয়ের উপর এই হামলার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক আশরাফুল্লাহ ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available