• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:২৩:০৪ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:২৩:০৪ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

মহাঅষ্টমীতে আজ কুমারী পূজা

২২ অক্টোবর ২০২৩ সকাল ০৭:৫০:৫৫

মহাঅষ্টমীতে আজ কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী। আজ রাজধানীর রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। সকাল ৬টা ১০ মিনিটে মহাঅষ্টমী পূজা শুরু হওয়ার পর সকাল ১০টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি। বেলা ১১টায় কুমারী পূজা। রাত ৮টা ৬ মিনিটে সন্ধিপূজা শুরু হবে। রাত ৮টা ৫৪ মিনিটে পূজা শেষ হবে।

এর আগে শনিবার মহাসপ্তমীতে দেবী ষোড়শ উপাচারে পূজা পান। এদিন ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, সপ্ত্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিতপূজা হয়।

দেবী দুর্গার কুমারী রূপের নাম ‘উমা’। সনাতন শাস্ত্রমতে, মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগতমাতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদনই কুমারী পূজা। এ পূজার মাধ্যমে নারী হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে নারীর প্রতি হবে শ্রদ্ধাশীল।

হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা আর পৃথিবীতে নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা।

১৬টি উপকরণ দিয়ে মহাষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস, এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।

জানা যায়, ১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারী পূজার মাধ্যমে এর প্রচলন করেন। তখন থেকে প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ পূজা চলে আসছে। পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়। এছাড়া নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে। শাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুন্দরবনে অস্ত্র-গোলা বারুদসহ আটক ২
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫০:২২



মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালক উদ্ধার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০১:৫৫






জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৪০