• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৫৬:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৫৬:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫

১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫

কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মালিকসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ৪ যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ মে শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার লক্ষ্মীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লাগামী নিউ জনতা বাস সার্ভিসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে একটি তালগাছ ও একটি কাঁঠাল গাছকে দলিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মারাত্মকভাবে আহতরা হলেন- মুরাদনগর উপজেলার পৈয়াপাত্তর গ্রামের দুর্ঘটনায় কবলিত বাস মালিক কাইয়ুম মিয়া (৫০), একই উপজেলার কড়–ইবাড়ি গ্রামের জয়নাল সরকারের মেয়ে সাদিয়া আক্তার (১৬), রাজা চাপিতলা গ্রামের মৃত. মফিজ উদ্দিনের পুত্র আবুল হোসেন (৭০), হায়দারাবাদ গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ইনারা (৩), ইকবাল হোসেনের স্ত্রী শিরিন শিলা (২৩), বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের মোবারক হোসেন’র পুত্র রনী (২১), ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর গ্রামের করিম খানের পুত্র সুমন খান (৩৮), স্ত্রী রোকেয়া বেগম (৬৫), কুমিল্লা সদর উপজেলার তাজুল ইসলামের পুত্র ফাহিম (১১) ও সুরাইয়া আক্তার (৩২)। অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর আফর জানান, দুর্ঘটনায় কবলিত বাসটির সাথে অন্য কোন পরিবহনের সংঘর্ষ হয়নি। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে বাসের অধিকাংশযাত্রী আহত হলেও কেউ মারা যায়নি। রেকার আসলে গাড়িটি উদ্ধার করে আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩