• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:৪৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:৪৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

কুসিক উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৪ প্রার্থী

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫১:৫৩

কুসিক উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৪ প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। নির্বাচন কার্যালয়ে মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা জমা দিয়েছেন ৪ জন প্রার্থী ।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ দিন বেলা ১১ টা থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয়া শুরু করেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনাকে আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট  মনোনয়ন পত্র জমা দিয়েছেন ডাক্তার তাহসিন বাহার সূচনা । এ সময় নারী নেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহার,  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম টুটুলসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও  দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।

মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুমিল্লায় দু'বারের সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ, হাজী আবদুস সালাম মাসুক প্রমূখ।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার। তিনি  জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিনের শ্যালক।  

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের রিটার্নিং কমকর্তা মো. ফরহাদ হোসেন জানান, এখন পর্যন্ত  ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মোট  ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

উল্লেখ্য  ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিটি মেয়র আরফানুল হক  রিফাত। এর পর থেকে কুসিকের মেয়র পদটি শূন্য হয়ে যায়।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০