• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৬:৫৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৬:৫৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘কুমিল্লার মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না’

২৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:২৫:৫১

‘কুমিল্লার মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারণার তৃতীয় দিনে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন কুসিকের দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

২৫ ফেব্রুয়ারি রোববার নগরীর মোগলটুলি, জিলা স্কুল রোড, নবাব ফয়জুন্নেসা স্কুল সড়ক, ইউসুফ স্কুল সড়ক, শৌলরানী বালিকা স্কুল সড়ক, রাণীর বাজার ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসময় টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, প্রতিবার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। এবার নির্বাচনের ফলাফল নিয়ে কুমিল্লার মানুষকে আর নয় ছয় বোঝানো যাবে না। মানুষ আমাকে প্রশ্ন করে, আমার ভোটটি আমি দিতে পারব কি না? আমি বলি, আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন। ভোট রক্ষা করার জন্য যা যা করা দরকার প্রশাসন তা করবে।

সাবেক এই মেয়র বলেন, আমি পরপর দুবার মেয়র ছিলাম। পরিকল্পনা নিয়ে কাজ করে নগরীকে সাজিয়েছি। অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনারা টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন। ভোটারদের প্রতি তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে আসুন। যাকে ভালো লাগে তাকে ভোট দিন। মতপ্রকাশ নাগরিক অধিকার।

এদিন বিকেলে কুমিল্লা টাউন হলের নগর মিলতায়নে ‘কুমিল্লা বাঁচাও’ আন্দোলনের সভায় যোগদান করেন তিনি।

উল্লেখ্য, মনিরুল হক সাক্কু ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে পৌর মেয়র নির্বাচিত হন। ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ টানা দুই মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০